বাবারা
আকাশের মতো হয়
আমরা নরম ডানা মেলে দিনের শুরু করি
বাবারা
দক্ষিণ জানালার মতো হয়
মিঠে হাওয়াই সব অ-সুখ উড়ে যায়
হাত বাড়ালেই মনের মতো বন্ধুও হয়
আমাদের ভালোর জন্য
সে সবার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত
বাবারা
বিশাল বটের মতো হয়
রোদ বৃষ্টি ঝড় শুষে নিয়ে
এগিয়ে যাওয়ার মন্ত্র শেখায় রোজ
বাবারা
সন্ধ্যা প্রদীপের মতো হয়
সবটা পুড়ে যাওয়া অবধি
আশীর্বাদের আলো দেয় শুধু