শহিদ প্রাণের তর্পণেতে
রক্তের ধারা বয়ে যায়,
তাঁদের আত্মত্যাগেই সবে
স্বাধীন ভাষা ফিরে পায়।
ফেব্রুয়ারি একুশ দেখি
নজিরবিহীন কান্ড ভাই,
শফিক জব্বার রফিক যত
প্রাণের বলি দিলো তাই।
বাংলা মায়ের দামাল ছেলে
লড়াই করে মরণ পণ,
কালের বুকে লিখে রাখে
মায়ের ভাষা অতুল ধন।
তাঁদের অমর আত্মদানে
মায়ের ভাষার জয়টা তায়,
মাতৃভাষা বাংলা বিশ্বে
আন্তর্জাতিক মান যে পায়।
মাতৃভাষা মাতৃদুগ্ধ
সকল ধর্মশাস্ত্রে কয়,
বিশ্বজুড়ে মাতৃভাষা
দিবসটা তাই পালন হয়।