রক্তগোলাপ তোমাকে দিলাম বন্ধু
এলোচুলে নয় খোঁপাতেই গুঁজে দেবো,
তোমার সুবাস সে ফুলে মিশিয়ে দিও
মাতাল হাওয়ায় সৌরভ তার নেবো।
বিরহ বেদনা আর ভালো লাগে না যে
তোমার মাধুরি সারা দেহ মনে আছে,
বেলা অবেলার কাব্য শোনাই যত
সে সব কাব্যে তুমি আছো সংহত।
তোমার ভুবন জানি আনন্দময়
আমার ভুবন তুমি হীন কেন হলো,
জীবনে যে কথা ভাবতে পারিনা প্রিয়
রক্তগোলাপ সে কথা মনে পড়ায়।
ব্যথা বেদনার মৌবনে এসো প্রিয়
ভুলে থাকা কি গো এতো যন্ত্রণাময়,
সুনীল আকাশ আজও ভরসা দেয়
কাছে এসো প্রিয়া সাজাবো নিজে তোমায়।
যে গোপন প্রেমে ভালোবাসা বাঙ্ময়
না বলা কথায় সব কিছু বলা যায়
হৃদয় দুয়ার খুলে রেখে দেবো প্রিয়
হে প্রিয় বন্ধু লালগোলাপটা নাও।
বৃষ্টি নামুক অঝোর ধারায় আজ
চক্ষে আমার তৃষ্ণার বড়ো লাজ
বক্ষ জুড়াক প্রেমের বারিধারায়
স্নিগ্ধ পরশে দহন জ্বালা জুড়াও।।