হেলে দুলে চলেছ তুমি ভ্যালেন্টাইন ডে উদযাপনে
পেছনে ফিরে তাকানোর তোমার সময় নেই আজ,
অশ্রু ঝরিয়ে তোমার চলার পথ যে করেছে কোমল কার্পেট
তার কথা জানি এখন আর পড়বে না তোমার মনে ।
যদি মনে পড়ত তবে তোমার চলার পথ হ’ত উল্টো ,
বুঝিতে পারি না কী করে হ’ল এই পরিবর্তন ।
মনে হয় বিত্ত-বৈভবের মানদণ্ডে মেপেছ জীবনটা
তোমার স্মৃতি থেকে মুছে গেছে জানি অতীত…..
শিউলি ঝরা কাকভোরে পাশাপাশি সেই পথচলা
ইডেনের সবুজ কুঞ্জে বসে স্বপ্নের পালবোনা
সোনারোদ ঝরা গঙ্গার বুকের নৌকোর সাদা পালকে
কাগজ করে দুজনের কত প্রেমের কাব্য রচনা…..
এমন অজস্র নিবিড় মুহূর্ত গুলো দেয় শুধু বেদনা ,
তুমি চলেছ যে গোলাপখানি আজ হাতে ধরে
ভালো করে চেয়ে দেখ ওটার রঙটার দিকে
আমার ক্ষতবিক্ষত হৃদপিণ্ডের রক্ত ঝরে ঝরে
তোমার হাতে ধরা ফুলটা হয়ে গেছে রক্তগোলাপ ,
এ নহে , নহে গো শুধু আমার প্রলাপ
তুমি ছুঁয়ে দেখে নাও তোমার ঐ রক্তিম অধরে
তোমার অধোরষ্ঠ হয়ে ওঠবে আরো রুচির রাতুল ।