বেঁটে বেঁটে ভূতগুলো সব শ্যাওড়া গাছে থাকে
একলা পেলেই নাকি সুরে নামটি ধরে ডাকে ।
একবারটি যদি তোমার নামটা বলে দাও
রাতের বেলা ঘুমের ঘোরে ডাকবে জেনে নাও ।
বাড়ির পিছে তালগাছটায় লম্বা ভূতের বাসা
কান দুটো ঠিক কুলোর মতো কন্ঠটা তার খাসা ।
রাত দুপুরে মামদো আসে ভোজের পরে ব’সে
আন্তাক্ষরী খেলতে থাকে গানগুলো গায় কষে ।
শাকচুন্নী মিষ্টি মেয়ে পরনে রাঙা শাড়ি
আলতা পায়ে সিঁদুর মাথায় সুন্দরী সে ভারী ।
পেত্নী রানী সখি যে তার একটু খনা গলা
তেতুল গাছের পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে চলা।
বেলগাছের ওই মগডালেতে একটি ব্রহ্মদত্যি
নজর রাখে কোন কথাটা মিথ্যা কিংবা সত্যি !
বুঝতে যদি পারে একবার, মিথ্যা কথা কও
কানটি তোমার ছিঁড়েই নেবে যতই ভালো হও ।