সুখ পাখি তোরে ডাকি ডাকি কাটে
আমার জীবন বেলা,
খেললি নিঠুর খেলা।
আকুল ব্যাকুল খুঁজে পথে ঘাটে
থাকলি যোজন দূরে,
দুখে তাপে মন পুড়ে।
পাতা ঝরা ব্যথা শিমুল পলাশে
ধূসর জীবন সুখের তিয়াসে,
ছলে ভরে মন দুখের রাশে
তবু চেয়ে থাকি তোরই আশে।
সুখ পাখি তোরে ডাকি ডাকি কাটে
আমার জীবন বেলা,
খেললি নিঠুর খেলা।
আকুল ব্যাকুল খুঁজে পথে ঘাটে
থাকলি যোজন দূরে,
দুখে তাপে মন পুড়ে।
পাতা ঝরা ব্যথা শিমুল পলাশে
ধূসর জীবন সুখের তিয়াসে,
ছলে ভরে মন দুখের রাশে
তবু চেয়ে থাকি তোরই আশে।