মন ভালো নেই উদাস বকুল
পড়ছে ঝড়ে মাটির পর,
অলি যত দূরে থেকেই
গুঞ্জন তুলে ফিরে ঘর।
একা একা চেয়ে দেখে
ফুলের বাগে রাশি ফুল,
ঋতুর রঙে রঙিন তারা
খুশ আনন্দের নেইকো তুল।
যৌবনেরই বসন্ততে
ভ্রমর ঘুরে সকাল সাঁঝ,
ফুরিয়ে হায় গেলে যৌবন
একাত্ব ছায় জীবন মাঝ।
জীবনধারার রীতি এমন
সুখ বসন্তে লোকের ভিড়,
বয়স কালে রূপের ক্ষয়ে
একলা কাটে বিজন নীড়।
ফুল কলিও দিনের শেষে
হারায় যখন মধুর রূপ,
মধুপেরা আর আসেনা
রয় যে দূরে থাকে চুপ।