যে সব শব্দে জীবনের কবিতা হয়
যে সব শব্দে সৃষ্টি হয় জীবনের গল্প ও কথকতা
আর সময়ের নির্ভিক উচ্চারণ
সে সব শব্দের সন্ধান আজও জানিনা
যে সব শব্দে ভাষা হয় ঋদ্ধ
তাদেরও সন্ধান জানিনা আজও
অথচ ঋতব্রত সেই সব শব্দ খুঁজে খুঁজে
হদ্দ আমি, ক্লান্ত আমি, শ্রান্ত আমি
এই করে করে কি করে যেন হারিয়ে যাচ্ছি
ক্রমশঃ নিজেই নিজের চেনা জানা
পরিশুদ্ধ বর্ণমালার নিবিড় ছায়ায়
শব্দে শব্দে গানের কথা হয়
কথার স্বরলিপি হয়
স্বরলিপির সেই সব শব্দে জমে ওঠে
সুরের গভীর আকুতি…
তবুও ‘নিবিড় শব্দের ঘ্রাণ’
পাওয়াই হলো না আজও
অমেয় শব্দের অক্ষরেরা ঘুরে বেড়াচ্ছে
চারপাশে আনাচে-কানাচে প্রতিমুহূর্ত
অবাধ অমোঘ প্রশ্রয়ে…।