আসলে ভবে যেতেই হবে
কালের শমন এলে,
প্রেম পিরিতি বিভেদ নীতি
সকল কিছু ফেলে।
মেয়াদ জীবন রয় স্বল্পক্ষণ
দম ফুরালেই যাবে,
তবুও মানুষ হারায় যে হুঁশ
একটুকু না ভাবে।
বাড়ি গাড়ি আসবাব নারী
থাকবে ধরায় পড়ে,
শেষের দিনে সাথী বিনে
যাবে শ্মশান ঘরে।
বন্ধু স্বজন আর প্রিয়জন
মুছবে অশ্রু বারি,
ফুলের খাটে শেষের ঘাটে
দিতে হবে পাড়ি।
যার কৃপাতে এই ধরাতে
এলে জনম নিয়ে,
তাঁর নামেতে জপ ধ্যানেতে
একটু ভরো হিয়ে।