তোর আমার সম্পর্কের কোনও নাম
নাই বা থাকলো !
প্রেমিক প্রেমিকা বন্ধু ভাই বোন ইত্যাকার
যাই হোক ,
পরিচিত সংজ্ঞার পূর্ণ মান ধরে রাখতে গিয়ে
প্রত্যেকেই চিরকাল পান্থ নাজেহাল ।
অভূতপূর্ব কোনও নতুন ভুবনে জন্ম হোক আমাদের ।
যেখানে
নগ্ন নীল নিম্নচাপের কোনও ভ্রূকুঞ্চণ নেই ,
মেঘের আলস্য নেই , ঝরনার খেদ নেই ,
সম্পর্কের ছেদ নেই , মোহনার মৃত্যু নেই ।
পরাজিত মৃত্যু পদ ফিরে যাক বারংবার
হেঁট মুন্ডু জননী জঠরে ।
অনন্তর , নদী পাহাড় সমুদ্র পেরিয়ে
হেঁটে যাবো তুই আমি সমান্তরাল
এক অনর্গল দিকচক্রবাল ।