মানুষ নাকি সামাজিক প্রাণী
তাহলে বলতে পারো, কেন এত হানাহানি!
কেন এই রক্তের হোলি,
কেন মুখ লুকায় পাখপাখালি?
যুদ্ধের সজ্জায় সেজেছে বিশ্ব
ভুলে গিয়ে মানব আতিশয্য
সুখে থাকতে ভুতে কিলায়
রাষ্ট্রনেতাদের দেখে তাই মনে হয়।
মানবসমাজ ব্রাত্য আজ
পশু কুলের কাছে।
ভাবছে তারা তাদের থেকেও
হিংস্র কেউ আছে।
যুদ্ধ করে কি পাবি বল
সমাজ শিক্ষা করে আগোছাল,
করতে যদি পারিস তবে
শিক্ষিত কর মানবসম্পদ!
দেশকে তারাই নিয়ে যাবে
অন্যদেশ হবে পশ্চাৎপদ।
এখন নাকি বসন্তকাল
রঙের সাজে সাজছে মহল
তাই কি তোরা মেতেছিস খেলতে?
আবির ভুলে রক্তের হোলিতে।
যুদ্ধ নয় শান্তি চাই
স্লোগান নয়, বাস্তবে চাই।।