বিশ্বব্যাপী স্লোগান হোক একটাই-
যুদ্ধ নয় শান্তি চাই ……
গোলা বোমা বারুদের বিষময় গন্ধে,
কুণ্ডলী পাকানো কালো কালো ধোঁয়া রাশি
নাচে নিষ্ঠুর ছন্দে, মৃত্যুর আনন্দে।
কামান শেল্টার ফাইটার বোমারু ,
প্রতি মুহূর্তে নিরীহ মানুষের বক্ষ করে দুরুদুরু ।
চারিদিকে লাশের পাহাড় ,চাপ চাপ শুধু রক্ত,
হিমশীতল স্রোত ধারায়, চোয়াল হয় শক্ত ।
রক্ত নদীর বন্যায় শয়তানের অট্টহাস্য !
বিন্দুমাত্র নেই ভ্রূক্ষেপ, হারিয়ে মানবিকতা মনুষত্ব।
ক্ষমতা দখলের লড়াইয়ে মেতে, দেশ নায়কেরা,
ভাবেনা আপামর দেশবাসীর কথা, এটাই পরম্পরা।
কালের স্রোতে যুদ্ধ যুদ্ধ খেলা,করছে নিঃশেষিত নিরীহ প্রাণ ,
আমরা তাই চাইনা যুদ্ধ, সাধারণ জনগণ ।
মাথার ঘাম পায়ে ফেলে খেটে খাওয়া আমজনতা,
বুঝিনা রাজনীতি,বুঝিনা কাকে বলে ক্ষমতা ।
ক্ষমতার দম্ভে বন্ধ হোক, জীবন নিয়ে খেলা,
রক্ত হোলিতে স্নানের ক্রুর কৌশল,হোক স্তব্ধ এবেলা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস লীলা আজও মনে রাখে পৃথিবী,
চাইনা নতুন তৃতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব আগমনী।
পৃথিবীর বুকে শান্তি ফিরে আসুক,
নতুন ছন্দে শান্তির ধ্বজা উড়িয়ে পৃথিবী আবারও হাসুক।
যদি সবাই পারি ষড়রিপু সম্বরনে যত্নবান হতে
পৃথিবীর বুকে শান্তির ধ্বজা নিশ্চয়।