কি করি এখন….
আজও এক সমুদ্র ভালোবাসা বুকে নিয়ে রয়েছি মাঝ সমুদ্রে ,
যেথায় নিস্তরঙ্গ জলরাশি খেলা করে গভীরে ,
ওপর থেকে যায়না কিছু বোঝা ,
ভালোবাসার উজান বেয়ে কখন যেন পৌঁছে গেছি সেথা।
কত বিনিদ্র রজনী কাটিয়েছি শুকতারার সাথে
শুধু তোমার কথা ভেবে ,
চেয়েছি তোমাকে নিজের বলয়ে, একান্ত আপন করে পাব বলে।
তুমি এসেছ, দেখেছি তোমায় দূর থেকে
তোমার সুবাস আমি পেয়েছি , উপস্থিতি অনুভবে ।
তুমি ছিলে বরাবর সাধারণের মাঝে অসাধারণ ।
স্তাবকের ভিড়ে ঢেকেছিলে ,
তাই পাইনি তোমায় যেমন আমি চেয়েছি ।
ভাবি শুধু ! তুমি আজও কেন এতটা নির্মম,
কোন অনুভূতি করেনা তোমায় স্পর্শ ?
খুঁজে বেড়াই অজানা সেই উত্তর ।
সেদিন তোমায় একটু ছোঁব বলে
রুধী গোলাপ হাতে দাঁড়িয়ে ছিলাম এক কোণে,
তোমার সুকোমল হাতে সমর্পণ করতে চেয়েছি
কিন্তু তোমার নাগাল পাইনি ।
সেলিব্রেটির তকমা এঁটে হাজারো ভিড়ের মাঝে হারিয়ে গেলে ,
দেখার চোখ তুমি আগেই হারিয়ে ছিলে, তাই দেখতে পাওনি ।
ভালোই হ’ল,
যা আমার নয়, হয়তো ছিলনা কোনদিনই….
তবুও পাগল প্রেমিক মন মানেনা মানা
আপন ভেবে হাত বাড়িয়েছিল ।
ভালোবাসার সমুদ্র প্লাবন শুরু হল নোনা জলে ,
মাঝিকে এবার ফিরে যেতে হবে সাগরের পাড়ে ,
শ্রাবনের ভরা বাদরে শূন্য আঁচলে ।