চিতাতেই শেষ হয়ে যাচ্ছে
নগর সভ্যতার প্রতীকেরা ।
মানুষের বড় লোভ
তাই খুব দৌড়াচ্ছে ,
বিষাক্ত প্রশ্বাসে
ভারি হচ্ছে বাতাস ,
দমবন্ধ পরিবেশে
শুধু কান্না এসে
ভাসিয়ে নিয়ে যাচ্ছে ।
আমরা কি এমন ভাবেই
বাঁচতে চেয়েছিলাম ?
এই অন্ধকারের বিলাসি আলোর বলাৎকারে আর কর্কশ চীৎকারে ভেদবমি করতে করতে কুৎসিত দেহগুলো নেচেই চলেছে নিজেদের ভিড়ে তবু কিছু মানুষ একটু আলাদা ,
একটু শুদ্ধ বাতাসের সন্ধানে
সূর্যের আলো তাদের ঘিরে রাখে ,
তাদের বিদায়ে বড় ফাঁকা লাগে ,
শূণ্যতা গ্রাস করে নগর সভ্যতাকে ,
বিকৃতির অন্ধকার বেড়ে যায় ক্রমশঃ ।