বস্তির দেওয়ালে ফোঁকর অবিন্যস্ত বিছানা
এঁটো বাসন কাঁচের চুড়ির ঝনঝনানি
ভোরে সুর্য নয় টাইম কলে জীবন দেখা
খবরের কাগজে তিন মাথা একসাথে পড়া।
ভাতের গন্ধ ম-ম গুঁজি উনুনে আগুন তোলে
শরীরটাকে আতরে ডুবিয়ে সুখের খিদে মেটায়,
পরিকল্পিত প্রস্তুতি, অস্তিত্বে স্বীকারোক্তির প্রবঞ্চনা
সুর্যাস্তের প্রতীক্ষা এক আকাশ তারা গোনা।