আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখেছি
বারবার শৈশব ফিরে তাকায়
নদীর সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলেছি
পাগল ,চোখের জলে নদী আঁকায়
নিজের সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে ভেবেছি
ব্যর্থ প্রেমিক,তাই প্রেমের সাথে আড়ি
কবিতার শব্দ খুঁজে খুঁজেই এই কবি জীবনের
আজীবন ঘর সংসার ছাড়াছাড়ি
তবুও গল্পকথার ওপার থেকে যদি
স্বপ্নকথাগুলো ডাকে
বিস্ময়ে দু’চোখ রাখে কবি তার
চোখের জানালাল ফাঁকে
আর কোলাহল চূর্ণ করে
স্পর্ধা ভেঙে ওঠে জেগে
ধারণ করে কবি যাপনের
শব্দ ,তার একান্ত আবেগে ।