পাল্কি পাল্কি দুঃখ নিয়ে
অন্তহীন ঠিকানায়
আমি আজ আকাশের মতো
একেলা এক যাত্রী,
আমার ঝোলা ভরে আছে
বিষন্নতা ভরা অনুভূতি
সবাই তো আর সোনার চামচ
মুখে জন্মায় না,
আমার মুখেও বুঝি বা—
কষ্টের তিক্ত কিছু—
নাহ্ কোন অভিযোগ নেই
ছিল না সুখের আশ
তাই কি, নিয়তি পরালো
দুখের ফাঁস?
আমি তাই চলেছি
ঠিকানাহীন ঠিকানায়
অন্তহীন যাত্রায়
তাবলে, আমি সঙ্গীহীন নই
শব্দেরা ও চলেছে সাথে
আর, আর আছে কলম
যতোই ঝড়-তুফান আসুক
আমি নির্ভীক পথিক
শব্দব্রহ্ম আমার রক্ষাকবচ!
সমাজ ! লোকলজ্জা ! কটুক্তির
শ্লেষ- বিদ্রুপের অলঙ্কার !
আগেও ছিলো এখনো থাকুক
আমাকে আর ভাবায় না
অন্যায়ের সাথে আপোষ !
আগে ছিল বাধ্যতামূলক
নারীর ললাটিকা
এখন? আমি বহ্নিশিখা
আমার সংগ্রামের অস্ত্র
শব্দের তূণীর
এই সংগ্রামের পথে —
আমি আজ আকাশের মতো
একেলা এক যাত্রী
লক্ষ্য অবিচল স্থির ।