তোমার কাছে যাই না এখন সকালবেলা
এ যেন এক দারুণ খেলা আমার কাছে
তোমার কাছে গেলেই আমার হৃদয় নাচে,
ছন্দ মিলে হঠাৎ ঘটে অবহেলা
তোমার কাছে যাই না এখন সন্ধ্যাবেলা।
তোমার কাছে যেতাম যখন সন্ধ্যা সকাল
হৃদয় জুড়ে ছিল তখন প্রেমের আকাল
হৃদয় এখন শক্ত এবং ভীষণ ভারী,
প্রেমের খেলায় আগের মত নই আনাড়ী
তোমার কাছে যাই না এখন তাই তো পরী।