যখন বৃষ্টি নামল
তুমি দেশান্তরী আমলকী নাও হাতে…
পুঞ্জছায়ায় অঞ্জন
এল অন্ধ মেঘে খঞ্জনি বাজাতে।
ভিক্ষে করেই যায় দিন
তুমি শ্রান্ত মনে সায় দিলে না তবু
এ বর্ষা প্রাবন্ধিক।
দ্যাখো লেখার পরে কোনদিকে যায় সবুজ,
আমিই তোমার ডাকনাম
এই নকশাকাটা পাখনাতে দিই উড়াল
পুনর্বাসন ঝঞ্ঝা
জানি ভালইবাসে রঞ্জাকে, বন্ধুরা।
মেঘের মতো মিথ্যে
কেন মরতে এলাম শীত থেকে, বর্ষাতে
যখন বৃষ্টি নামল
তুমি দেশান্তরী আমলকী নাও হাতে…