মোহাচ্ছন্ন মৌন জগৎ মুখ বুঁজে দেখে সবই
সহ্যশক্তি কার আছে কত সে হিসাব রাখে কবি।
যুদ্ধ দামামা বাজিয়েছে কে আগে সে হিসাব চাই কি
ঢোল ফেটে গেছে সেই কবে থেকে সম্বিত ফিরেছে কি?
একদিন নয় রোজ রোজ ওড়ে বোমারু বিমান নয় কি
ছাদ ফুটো হয় সব গুঁড়ো হয় চিকিৎসা চলবে কি?
বোঝানোর কেউ নেই দুনিয়ায় ধ্বংস লীলায় মাতে
বারণ করে কে কাকে থামাবে সব ঝোল টানে পাতে।
বাজার আগুন দম ফেলবার ফুরসত নেই কারো
যত পারো মারো যুদ্ধ জাহাজ অস্ত্র বোঝাই করো।
বৃষ্টি অনাবৃষ্টিতে কাঁদে সুজলা সুফলা দেশ
দাবানল জ্বলে আগ্নেয়গিরি ঝলসে উঠলে শেষ।
কেউ শান্তিতে থাকতে দেয় না থাকতে পারেনা কেউ
কে পাশ কাটায় দায়িত্ব এড়ায় পিছনে লাগেনি ফেউ।
যুদ্ধ আগুন পোড়ায় বিশ্ব বিষের দূষণ ছড়ায়
সাধের ধরণী ছারেখারে যায় যুদ্ধ অশান্তি বাড়ায়।
মোহাচ্ছন্ন মৌন জগৎ শুধু দাদা গিরি চায়
সীমানা বাড়ায় যুদ্ধ ছড়ায় শান্তির বাণী ভুলে যায়।
প্রকৃতির রোষ দেখেও যাদের বুক আজও কেঁপে ওঠে না
ধ্বংসের পথে পা বাড়িয়ে বসে নিজে নিষ্কৃতি পাবে না।