“চাই না বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর”
সত্যি কি তাই!
আমরা তো দিব্যি বেঁচে আছি
প্রেমহীন জীবন বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি।
কই কারো তো কোনো সমস্যা হচ্ছে না!
কেউ কোনো খবরও রাখে না,
হয়তো প্রয়োজন বোধ করে না।
আচ্ছা প্রেম কি সত্যিই আছে পৃথিবীতে!
নেই নেই কোথাও নেই, বিন্দুমাত্রও নেই।
যা আমরা প্রেম বলে জানি;তা আসলে মোহ
মোহ কেটে গেলে প্রেমও বিলীন হয়ে যায়।
তখন আবার শুরু হয় নতুন করে প্রেম প্রেম খেলা।
মানুষ মোহের উর্দ্ধে যেতে পারে না,
আর একেই প্রেম ভেবে ভ্রান্ত হয়।
আর অসহ্য যন্ত্রণায় শেষ হতে থাকে দিনের পর দিন
বছরের পর বছর।
কোনো পথ আছে কি না জানি না এই মোহের ফাঁদ থেকে বেরিয়ে আসার,
হয়তো আছে আমরা দিকভ্রান্ত!
মোহের ফাঁদে পড়ে আমরা এতটাই শক্তিহীন হয়ে পড়ি যে,
এই ফাঁদ কেটে বেরিয়ে পথের সন্ধান করতে অক্ষম আমরা।