মানসীর মোহিনী মূরতি
মনের মণিকোঠায় মুদ্রিত ।
মনের মণিমঞ্জুষার মধ্যমণি
মনোমুকুর মাঝারে মণ্ডিত ।
মোহিনীর মৃগনয়নে মেঘদীপ
মুক্তবেণীতে মুকুলিত মাধবী ,
মধুকর মকরন্দ মোহে মগন ,
মন-মাঝে মহোদধির মাতন
মুখচন্দ্র মৃগাঙ্কের মতন-
মাধুরীতে মূর্ছিত মদন ।
[ শব্দার্থঃ- মেঘদীপ-বিদ্যুৎ, মকরন্দ-ফুলের মধু, মহোদধি-সমুদ্র, মৃগাঙ্ক-চন্দ্র ]