রোদে পুড়ে ঘাম ঝরিয়ে
শ্রমিক করতো কাম,
মালিক পক্ষ নিঠুর বড়ো
দেয়নি ন্যায্য দাম।
বারো ঘন্টা শ্রমিকেরা
কাজ যে করতো ভাই,
পেতো নাকো ন্যায্য মূল্য
কষ্টে থাকতো তাই।
এতো অন্যায় সইতে নারে
ডাকলো মিছিল সব,
আমেরিকার হে’ মার্কেটে
শ্রমিক কণ্ঠে রব।
বারো ঘন্টা কাজ বদলে চায়
আটঘন্টার কাজ,
মালিক পক্ষ চালায় গুলি
নেইকো মনে লাজ।
লুটায় শ্রমিক চালায় স্লোগান
হাজার শ্রমিক প্রাণ,
মালিক পক্ষ বাধ্য হয়ে
দেয় শ্রমিকের মান।