বাদলা দিনে মনখারাপি দোঁহে চলা
নির্জন দুপুর বৃষ্টি দিনে কথা বলা।
ধানের ফসল হবে ভালো
ঘরে এবার জ্বলবে আলো।
পরিশ্রমের ফসল মোদের জাগায় আশা
বেঁচে থাকুক তোমার আমার ভালোবাসা।
সুখের মাঝে দুখের মাঝে হাতটি ধরা
কষ্টের জীবন ক্ষেতের ফসল জোগাড় করা।
মাঝে সাঁঝে প্রেমে ভাসা
জলের ধারে চুপে আসা।
বৃষ্টি ভেজা দিনে রাতে অভিসারে
প্রেমিকদ্বয়ে কয় যে কথা চুপি সারে।
সবুজ শ্যামল ধরা মোদের চির হরা
জুড়ায় চিত্ত জুড়ায় নয়ন মুগ্ধ ধরা।
আঁচল রানির ভেজে জলে,
স্নিগ্ধ প্রেমের সোহাগ তলে
সময় কাটায় বৃষ্টি মাঝে ধানের ক্ষেতে
ভোলে জগৎ ভোলে সময় সুখে মেতে।
এমনি ভাবে কাটবে সময় ভালোর তালে
জীবন তরী বাইবে সুখে সময় কালে
ঝড়ের দেখা পেলে পরে,
উঠবে জেগে সময় করে,
বইছে যদি প্রেমের ধারা বইতে দাও গো
জীবন খাতার সময় যে কম মেনে নাও গো।
ছাঁদনাতলে বাঁধবে দোঁহে বিয়ের তরে
দুটি হৃদি আসবে কাছে আপন করে।
ধরবে হাসি মুখের পরে,
প্রেমের ভাষা হাতে করে,
গাঁট বন্ধনে বাঁধা পড়বে দোঁহে মিলে
সাত সমুদ্দুর পার যে হবে ব্রত নিলে।