জীর্ণ হলদেটে হয়ে যাওয়া খামটা আজও রয়ে গেছে,
ভেতরের শুকনো রক্তগোলাপ স্মৃতির পাতায় সজীব,
আচ্ছা, হৃদয়ের রং কি লাল?
বসন্ত ঋতুর এলোমেলো বাতাসে ছিল হইহুল্লোড় মাদকতা,
কৃষ্ণচূড়ার আবেশে গোধূলির কনে দেখা রক্তিমতা,
এন্তার প্রতিশ্রুতির ভীড়ে জমেছে পুরু আস্তরণ,
বিগত কথামালার মুর্ছনায় কেটে গেছে বিরহ বেলা।
দখিন হাওয়া বয়ে চলে এখনও অবিরাম,
আমি কবিতা সাজাই নীরব অক্ষরে,
তবু নিঃশ্বাস ধরে রাখি বুকে, সম্ভাবনার পাল তোলা নৌকায় খুঁজি মোহনা।
ভালোবাসা হারায় না কস্মিনকালেও,
বেঁচে থাকে অন্তঃস্থ সত্ত্বায় মিশে,
সুখ হয়তো রয়ে যায় অধরা,
দৈনন্দিন যাপনে অভ্যস্ত অভ্যাসের চেনা ছন্দে…..