মনে পড়ে মেঘ;
শ্রাবণের বৃষ্টি ধারায় ভিজতাম কেমন চুপিসারে!
তুমি তখন সবে ষোল,
আর আমি ভরপুর আঠারো বছরে!
তুমিই আমায় বলেছিলে,
বৃষ্টিতে সবাই শরীর ভিজাতে পারে
কিন্তু মন ভেজাতে পারে ক’জন ?
বৃষ্টির জলে পুষ্ট হয়ে…
কেমন করে মলিনতা মুছে অন্তর বিকশিত হয়!
কেমন করে বুকের ভিতর কবিতা জন্ম নেয়!
কেমন করে সূর্যের আলোর স্পর্শে
সূর্যমুখী ফুল কুসুমিত হয়!
আকাশের রঙ, মেঘের রঙ,
বৃষ্টির জল রঙ, সবুজ পাতায় টলমল জলরেখা…
সব রঙ মিলেমিশে এক অদ্ভুত রঙ সৃষ্টি হয়।
বলেছিলে ভালোবাসার রঙ নাকি এমনই!
সব রঙ মিলেমিশে সাদা।
যেখানে কোন ছল নেই, প্রকার নেই, একেবারে নিষ্পাপ, অমলিন!
শুধু আছে অনেক খানি…
ফোঁটা ফোঁটা নোনা জলের অভিমান
আর একটা সবুজ মন।
মেঘ; আবারও আমি বৃষ্টিতে ভিজতে চাই।
অন্তত আর একটিবার বৃষ্টি আসুক …
ঝরে পড়ুক আমার হৃদয়ের অলিন্দ জুড়ে।।