তোর জন্য সাজানো বাগান,
অশোক ,শিমূল ,পলাশ ,
কোন অছিলায় চুপটি দিয়ে,
এমন করে পালাস !
আজকে যখন ফুল এসেছে,
দিগন্ত জোড়া লাল,
তোর বাহানা রকেট হয়ে ,
ছোঁড়ে লঙ্কা গুঁড়ো ঝাল ।
আকাশ জুড়ে অনেক ঘুড়ি,
এক বগ্গা ,চাঁদিয়াল ,
লাটাই হাতে ছেড়েছি সূতো,
তুই গেঁথেই চলিস দেওয়াল ।
আজও আছিস ভাবনা হয়ে,
এক মুঠো মেঘ-বরষা,
রামধনু মোর আকাশটাতে,
মেঘ বালিকা তুই ভরসা ।