আমার আর হারিয়ে যাওয়া হলনা
কতইনা চাওয়া ছিল
মেঘ এঁকেছি পাতার পর পাতা
বৃষ্টি ভিজেছি
কয়েক কোটি রাত
তবু তোমার গল্পে হারানো হল না
তোমার ছাওয়ায় দাঁড়ানো হল না
তোমার গন্ধে পাখি হলাম না
তোমার স্পর্শে
কোনো সাধারণ ঘাস ফুল হয়েও
পাপড়ি মেলতে পারলাম না
এতো কটা না বয়ে বেরানো
ভীষন অসহ্যের ব্যাপার
সব কটা না ছুঁড়ে ফেলে
একটা চা খাবো সবুজিয়া স্বাদের
আজ বেশ হাওয়া দিচ্ছে
বোতামের দরজা খুলে
ভিতর ঘরেও পৌঁছে যাচ্ছে
নাম না জানা সুখ-মেঘের দল