হৃদয়ের সাথে আত্মিক মিলন ঘনিভূত হতেই সরগম সাধে মন,
ভালোবাসার হাত ধরে প্রত্যয়ে পাশাপাশি দুজন।
বিভোর আবেগের প্রবল ঢেউয়ে পানকৌড়ি মন ডুব সাঁতারে মগ্ন।
আকন্ঠ তৃপ্তিসুখে নিমজ্জিত বিশ্বাসী ভালোবাসার মন।
অলক্ষিতেই সুখের বসতঘরে আঁধারের আলোটুকু প্রবেশের পথ খুঁজে একদিন,
অভিমানী অভিমুখেরা তখন বুঝি বা ছিদ্রের অন্বেষণে মরীয়া।
বিলক্ষণ আঁচটুকুও ঢের পাইনি নিঃসন্দেহে,
ভালোবাসা,বিশ্বাস,প্রত্যয় শব্দের খড়কুটো হয়েই ভেসে গেলো মিথ্যে সন্দেহের আবর্তে।
হৃদয় বীণার সূক্ষ্ম তন্ত্রীগুলো অবশ হবার আগেই দুশ্চিন্তার কালোমেঘ উড়িয়ে দিলাম,
বিরহী হৃদয়ের চাতালে কান পেতে শুনি বিষন্নতার মেঘমল্লার !