মৃন্ময়ী মা ব্যস্ত সাজঘরে
ছেলেটি দেখে উঁকি মেরে
দেখে তার ঝলমলে পোশাক
ছেলেটি হয় ভীষণ অবাক।
কেউ দেয় নি কিনে তাকে
মায়ের দিকে তাকিয়ে থাকে
ছেঁড়া জামা পড়ে আছে
মাকে দেখে লুকিয়ে লাজে।
মায়ের ঘরে আলোয় ভরা
পায় না আলো অভাগারা
নতুন জামা পরবে সবাই
পথের ধারে আমরা গড়াই।
সেজেগুজে আসবে মা চারদিন
ঘুরবে সবাই এই ক’দিন
থাকব আমরা কুঁড়ে ঘরে
চিন্ময়ী মায়ের আঁচল ধরে।