বয়ে যাচ্ছে মৃত্যু-নদী ভয়াবহ তার ঢেউ,
ধনী-দরিদ্রের আহাজারি যাচ্ছে না বাদ কেউ।
মরণঘাতীর করুণ চাপে আটকে যাচ্ছে দম,
হরহামেশা যাচ্ছে জীবন, প্রাণ কাড়ছে যম।
কর্মবিহীন অনাহারে অসহায় জনগণ,
জীবন বাজি ধরতে রাজি বাঁচাতে স্বজন।
মাখলুকাতের দম্ভে আঘাত এই পৃথিবীর পরে,
মহামারি দিচ্ছে হানা বিশ্বের ঘরে ঘরে।
লকডাউনের শাঁখের করাত ঝুলছে মাথার পরে,
ঘরে বাইরে স্বস্তি কোথায়! কষ্টে ধুকে মরে।
অসীম তুমি ক্ষমা করো রহীম তোমার সান,
দাও থামিয়ে মরণ ঢেউ ফেরাও মৃত্যুবাণ।