দূরের আকাশে উদাস চোখে শুনি বাতাসের কানাকানি,
বিহ্বল চোখ কেন খোঁজে আগামীর মূল্যবোধের খনি।
রাস্তার মোড়ে দীন ভুখা শিশু চায় বাঁচার অধিকার,
তোমার আমার জটিল চিত্ত শুনতে পায় না সে হাহাকার!
অনাহারে দেশ ধুঁকছে কোথাও কোথাও স্বার্থের উন্মাদনা,
কোথাও জীবন চোরাস্রোতে জমা রাখে আগামীর যন্ত্রণা…