সমাজের বিবর্তনে , কিছু রীতিনীতি ,
পরিণত হয় যাহা , নিয়ম কানুনে ।
বজায় রাখিতে সব , শান্তি ও প্রীতি ,
নিয়মের পরিচিতি , মূল্যবোধ নামে।
গড়ে ওঠে ধীরে ধীরে , নানা মূল্যবোধ ,
স্থান কাল পাত্র ভেদে , ভিন্ন ভিন্ন মতো।
অন্যায়ের বিরুদ্ধে গড়ে ,ওঠে প্রতিরোধ,
সামাজিক ধর্মীয় আর, রাজনীতি গত।
স্বধর্ম পালনে যারা ,পরধর্ম ‘ পরে ,
করে না আঘাত কোন , বিন্দুমাত্র তাই।
মূল্যবোধের পাঠে , তারা পরস্পরে ,
আলিঙ্গন করে বলে , মোরা ভাই ভাই।
সমানাধিকার তথা , গণতান্ত্রিকতা ,
কল্যাণকর রীতিনীতি , দেশহিতে যত।
রাজনীতি রক্ষণে করে, মহা সহায়তা,
রাজনৈতিক মূল্যবোধ , গড়ে ওঠে শত।
মূল্যবোধ শুরু হয় , পরিবার সনে ,
প্রাথমিক শিক্ষাকেন্দ্র , যারে বলি মোরা ।
নৈতিক আদর্শ যেথা , সদা আচরণে ,
গড়ে তোলে মানবেরে , মূল্যবোধ দ্বারা।
আদর্শ মানব যদি , চাহো গো গড়িতে ,
মূল্যবোধের পাঠ , দাও হে সতত।
শিশুকাল হতে তাই , আপন শিশুরে ,
হেন শিক্ষা হতে কভু , করো না বিরত।