ভালবাসার কথা যখন উঠল,তখন তোমাকে বলি
ভালবাসার কোন ব্যাকরণ নেই,
থাকলে একখানা কিনে তোমাকে পাঠিয়ে দিতাম
তা সে যত দামই হোক।
দামের কথা যখন উঠল,তখন বলি
তোমার চেয়ে মূল্যবান আর কিছুই নেই আমার কাছে।
মূল্যমানের কথা যখন উঠল তখন বলি,
ভালবাসার মতো মূল্যবান আর কিছুই নেই পৃথিবীতে।
আর তুমি?
ভালবাসার চেয়ে কম মূল্যবান নয় আমার কাছে।