এমন কি জোর জিইয়ে রাখিস্ দুই চোখে
ন্যুব্জ বিকেল সূর্য ছুঁতে গররাজি !
নিভতে নিভতে সন্ধ্যা জ্বালাই তোর ঠোঁটে
ধূম বিষাদে ভৈঁরো ভোরের সুর ভাঁজি !
বই -এর গন্ধে ভীড় ভেসে যায় বইমেলায়
বর্ণমালা তোর কপালে টিপ ব -দ্বীপ ,
সেই দ্বীপে হই রূপকথা থই জ্যোৎস্নালোক
তোর মায়াতেই মূর্খ মরণ আকাশদীপ ।
এমন কি মন ছড়িয়ে আছিস্ জুঁই শ্বাসে
মুগ্ধ মাতাল হচ্ছি বিনা মদ্যতে ,
বাড়তি বয়স আটকে আছে বসন্তে
ছন্দ বিহীন জীবন লিখি ছন্দতে !
এমনি করেই থাকিস্ যদি স্বপ্নে ভোর
দুলতে দুলতে ছলকে যাবো যোজন দূর ,
মধ্যমেধা সুখ করেছে অ- পান্থ
পথিক হবো বিজন পথে , বাঁধিস সুর ।