আমার ভেতর এক ছলাৎছল ঢেউ নদী
পাড় ভাঙছে ক্রমাগত
ভাঙছে বিষাদ বুকের অতল
তবুও শুধুই শব্দময় কবিতার কাব্য ছাড়া
কেউ অন্য কোন রোমাঞ্চ চায়না আমার কাছে
চায়না জীবনের কোনও বিশেষ মুহূর্ত
কবিতার শব্দ আর অক্ষর ভিন্ন আমারও
অন্য কিছুই চাইবার নেই আর
এই সব ভাবতে ভাবতে জীবন মগ্নতার গভীর থেকে
ধুলো মাটির অক্ষর ওঠে এসে অসম্ভব জড়ায় আমাকে
আমি তখন অঙ্গে অঙ্গ রেখে অকপট
অন্তর দিই, প্রেম দিই,সোহাগের আকুলতা দিই
মনে মনে চলে চাওয়া পাওয়ার হৃদয় বদল খেলা
আর চলে কবিতার শব্দে রক্ত গোলাপ ফুটিয়ে তোলা
তুমি ঠিক কি চাও ?
তুমিও কি শুধুই কবিতাই চাও!
যদি তাই চাও তবে জেনো
আমি সর্বস্ব দেবো আমার,দেবো যা আছে সব কিছু
মন দেবো,প্রাণ দেবো,শরীরও দেবো তোমাকে
তুমি শুধু সোহাগে ছুঁয়ে দেবে আমাকে
আর অমনি কবিতা হবে আলাদীনের আশ্চর্য প্রদীপের মতো
আমাদের শরীরে তখন দেখবে সমানে ছড়িয়ে পড়ছে
কবিতার অদ্ভুত রোমাঞ্চ ও শব্দ শিহরণ
আর একের পর এক সব আশ্চর্য মুহূর্ত ।