তিরতির ঢেউ পদ্মার পাড় ঘেঁষে,
চিহ্ন রেখে গেছে…
আমাদের বিধৌত পায়ের,
কালের কোনো স্বাক্ষর নয়!
যেন কতশত শতাব্দীর চেনা পরিক্রমা।
উত্তরের অক্ষরেখা জুড়ে ভাসে–নদীমাতৃক প্রাচীন ধূলো।
উচাটন মন পানকৌড়ির মতো ডুবে ডুবে,
তুলে আনে মুদ্রিত-ধ্রুপদ —
স্বচ্ছ অনুধাবনে পরিতৃপ্তির নিবিড়তা,
বনষ্পতির সুনিশ্চিত ছায়ার ভিতর আশ্রয়,
আহা জীবন–
প্রহেলিকার অস্তমিত কলরব ছাপিয়ে উঠে আসে–
জন্ম-জন্মান্তরের গহীন-অতল ধ্বণি…।