মুখ (Mukh)
কতটা ভালোবাসলে সেটা আমার কাম্য নয়
কতটা অবহেলা দিলে সেটা আমার কাম্য নয়
কতটা দুঃখ দিলে সেটা আমার কাম্য নয়
কতটা গভীরভাবে দেখলে তোমার ভেতরের
তুমিটাকে দেখা যায়
জানি সময়ের স্রোতে একদিন ভেসে যাবে তুমি
আমিও যাবো ভেসে
শুধু মনে হয়
তোমার কোলে মাথা রেখে
তোমার চোখে চোখ রেখে
তোমায় দেখতে দেখতে
তোমার মুখ দেখতে দেখতে
মৃত্যুর সঙ্গমে পৌঁছে যাবো আমি
যেন এ প্রেম নয়, ভালোবাসা নয়
তার চেয়ে কিছুটা বেশি…..|