মুখোশের আড়ালে
ফেসবুকের মাধ্যমে উজবেকিস্তানের মহিলার সাথে পরিচয় হয় গুরুগ্রামের এক যুবকের।তারা নিয়মিত গল্পগাথায় খুশি হয় এবং আন্তরিকতা গভীর হয়।বেশ কয়েক মাস আলাপচারিতায় যুবকের প্রতি মহিলার বিশ্বাস জন্মায়। বন্ধুযুবক মহিলাকে তার সঙ্গে দেখা করার অনুরোধ করেন। তার অনুরোধ রাখতেই মহিলা সরল বিশ্বাসে গুরুগ্রামে আসে বন্ধু যুবকের সাথে দেখা করতে।বন্ধু তাকে নিয়ে যায় নিজের সাজানো ফ্ল্যাটে।যুবক সেখানে পরিকল্পিতভাবে তার আরও চার বন্ধুকে আমন্ত্রণ জানায়।মুখোশের আড়ালে বন্ধুর কু-মনটা বুঝতে পারেনি ওই সরল মহিলা। সরল মনে বন্ধুর হাত ধরে ফাঁদপাতা ঘরে গিয়ে ওঠে। ঢুকতেই অতর্কিতে যুবকের চার বন্ধুদের দ্বারা ধর্ষিত হয়।মহিলার সরল বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়।চিৎকারে প্রতিবাদে কিছু লাভ হয়নি,বরং জুটেছে রক্তক্ষরণ বেদনাক্লিষ্ট প্রহার।এই কারণেই ফেসবুকের নামে দুর্নাম হয়।সব ফেসবুক বন্ধু তো আর এক রকম হয় না।অনেক সময় দেখা যায় বিপদে আপদে ফেসবুক বন্ধুরা এগিয়ে আসে।আত্মীয়স্বজনের থেকেও তারা বেশি সহযোগিতা করে।আসলে সব জায়গায় ভাল মন্দ মুখোশের আড়ালে,ফেসবুকও তার ব্যতিক্রম নয়।