বিবেক বলল হেঁকে “মনুষ্যত্ব,কোথায় হারিয়ে গেলি ?”
মৃদু হেসে কয় মানবিকতা “ওকেই বুঝি পেলি?
ভাবলি না তো সততার কথা সাহসের ইস্তফা !
অজ্ঞতা আর ঔদ্ধত্যে মানবের দফারফা !”
অহংকারটা সবার আগে চোখে পরে থাকে ঠুলি
আতস কাঁচে দোষী খোঁজে শুধু দুই পা টেবিলে তুলি !
অপমান ক’রে গর্বিত হয় নিজেকে মহান ভাবে
ন্যায়কে ধরেই জ্ঞান দিয়ে যায় অন্যায় কোথা পাবে?
অন্যায় , সে তো বিশ্বের ডন ! উন্মাদনায় মত্ত
অর্থনীতিকে মিত্র করেছে অর্থ প্রথম শর্ত !
ন্যায়দন্ড খন্ড কাপড়ে চক্ষু নিয়েছে বুজি
মনুষ্যত্ব পরমে বিলীন কোথাও পাবে না খুঁজি !
হৃদয় জুড়ে কলঙ্ক বাঁচে উৎপল পাঁকময়
চেনা পরবাসে গোস্তাকি আসে হারিয়েছি বরাভয়।
মানচিত্রের প্রচ্ছদ জুড়ে আঁকা শুধু ব্যাভিচার
নৈতিকতায় আড়মোড়া ভাঙে পরকীয়া অভিসার।
দখলদারির বলিষ্ঠতায় শ্বাপদের জয় গান
অতৃপ্ততা হিংস্রতা আনে সততার অভিমান ।
মরীচিকা দেখে সুখ খুঁজে যাই মুকুরের মুখোমুখি
মুখোশের আড়ে সান্ত্বনা পাই “আমি আজ বড় সুখী !”