ছেঁড়া কথাগুলো মুখোশে ভরে মুখ বন্ধ করে,
বাজারে ছেড়ে দিয়েছি,বিকোচ্ছে দেদার –
বাজার এখন নাজেহাল মহামারীর চোটে ,
শ্যাওলা জমছে কালো স্যাতস্যাতে ময়লা ধরা নোটে,
ওহে ভষ্মলোচন,
তুমি কি জান না জি এস টি-র চাপে বাজার অস্থির
তারপর আধারকার্ড, গোদের উপর ফোঁড়া, বিষের তীর
ছেঁড়া কথাগুলো আচ্ছা করে ধরে,
মুখ জুড়ে বাজারে দিয়েছি ছেড়ে,
এখন ভোট
সকলে একজোট হলেও ,বোঝা দায় কে যে এখন কার?
ফলতঃ প্রতিশ্রুতিগুলি সব বাজারে বিকোচ্ছে দেদার।