নেই মুক্তির উপায়
হারাই তাই মায়ায়
তবুও আমি নির্ভয়
আছি তোমার ছায়ায়।
নেই মুক্তির উপায়
মন কলুষতাময়
সংশয় যে ভাবায়
ঈশ্বর দিন অভয়।
কাটবে মনের আঁধার
তাই ভাবি বারংবার
এমন বিশ্বাসের ভার
দিই ঈশ্বরের উপর।
কাটবে মনের আঁধার
ভুলে মায়ার সংসার
ভালো চাইলেই সবার
জীবন সুখের আধার।
আসবে হয়তো সুদিন
পরিবর্তিত হবে মন
সবার হিতার্থে জীবন
করবে সবে সমর্পন,
আশায় বাঁচি অনুক্ষণ,
আসবে যে মুক্তির ক্ষণ।।