মিশুকে হাওয়ায় জেগে উঠে
মন পায় ক্ষুরধার গতি
বুদ্ধি এখানে নিছক খেলনা
সময়টা সুখী প্রসন্ন অতি।
মিশুকে হাওয়ায় চওড়া বুকে
বেড়ায় খেলে সুখের ব্যঞ্জন
খোলা বাতায়নে শীতল ছোঁয়ায়
মেপে পা ফেলে সেই সজ্জন।
মিশুকে হাওয়ায় ঠেলি দূরে
হৃদয় থেকে শরম সরিয়ে
পলকা অন্তর এখন বোঝে
প্রীতির সাথে হচ্ছে বিয়ে।
শিয়রে বুঝি এমন শমন
ক্ষণকালের জন্য বন্ধুবৎসল
শত্রূদের সব অলবিদা জানিয়ে
মিশুকে হাওয়ায় উত্তম ফসল।