বেলা হল, দিন গড়াল, আমার সূর্য নামে পাটে
মোর জীবনতরী রয়েছে বাঁধা বৈতরণীর ঘাটে ।
কাটিয়ে জীবন ধরার বুকে এবার সাঙ্গ করি খেলা
ঝাঁপি ভরা ফুলের মাঝে ছিল রঙিন মিলনমেলা ।
সুখের দুখের কান্না হাসির দোদুলদোলায় দুলে
ভুলেই ছিলাম একদিন তো যেতেই হবে চলে ।
কি পেয়েছি , কি দিয়েছি করিনা হিসেব আর
মায়ের ঋণ না শুধেছি ফেরৎ দেব পরের বার ।
আরও যারা পাও যে অনেক রাখ কষে আঁক
পরেরবারেই ফেরৎ দেব রাখব না কোন ফাঁক ।
কারুর কাছে অপ্রিয় তো কারুর প্রিয় ছিলাম
আজ সবার কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে নিলাম ।
চন্দ্র তারা একই থাকবে , সূর্য উঠবে রোজ
বাতাস, নদী কারুর কাছে করবে না মোর খোঁজ।
বেশ কিছুদিন আমার কথা হয়ত উঠবে বারেবারে
তারপরেতে ভুলবে সবাই সংসার চাকায় ঘুরে ।
দু ফোঁটা জল ফেলতে পার সবার অগোচরে
জানব সবার ভালোবাসা রয়েছে মনের ঘরে ।
বাসী ফুলের মালাখানি রাখব যতন করে
স্মৃতির পাতা ওল্টাব যে আগরবাতীর সুরে ।
শেষ মিনতি রাখব আজি দুহাত করে জোড়
ক্ষমিয় মোর ভুলগুলি আজ, যা ছিল অজ্ঞানতার ঘোর।