কায়মনে আজ এই মিনতি
রাখছি তোমার পায়ে,
জীবন পথে চালাও মোরে
ধর্ম পথের নায়ে।
কতশত করেছি পাপ
মনস্তাপে ভুগি,
রোজার মাসে কৃপার আশে
হলাম নামের যোগী।
অন্যায় কর্মে লাগে মর্মে
ভীষন রকম জ্বালা,
তরাও তুমি দয়াল স্বামী
মনটা করো আলা।
সিয়াম সাধন রোজাতে মন
নামাজ ফরজ করি,
শুদ্ধ মনে শ্রদ্ধা সনে
তোমার চরণ স্মরি।
তোমার দোয়ায় মিললে গো ছায়
হিংসা ভেদে ভুলে,
ঈদের দিনে খুশির বীণে
যাকাত দেবো তুলে।।