তোমার ডাকে ঘুম ভাঙে মা ,
তোমার ডাকেই রাত্রে শুই ,
স্বপ্নে খুঁজি ,তোমায় প্রথম
আলো আঁধারে জেগে রই ।
তোমার ওপর রাগও যতো
তোমার ডাকেই আসকারা,
রাগ অভিমান কান্না হাসি
নিছক মজা মশকরা ।
হটাত্ ঘরে ভিরমি খেলে ,
বাবার ডাক রাশ ভারি ।
তুমিই তো মা ছত্রছায়া ,
নিমেষে ভাব ,নয় আরি ।
দুর্গা কালি লক্ষী মা সব
রক্ষা করুক ধরা ধাম ।
তোমার আবেশ মিষ্টি ভারি,
মোর চেতনায় তোমার নাম ।
ছেলে মেয়ের দুর্নামেতে ,
কেনো যে দোষ মায়ের সব?
সুনাম বৃদ্ধি ,প্রতিপত্তি
বাবার গর্ব ,কলরব ।।
তোমার ছায়া মিষ্টি শীতল ,
বাতাস যেনো দখিনা ,
হারালে তোমায়, ছন্নছাড়া
আলোর আভাষ দেখি না ।
তুমিই মাগো জগত গৌরী ,
তুমিই আসল দুগ্গা মা।
তুমিই তো প্রাণ ভোমরা মাগো
তোমার স্পর্শে চেতনা ।
এই দুনিয়ায় “মা”ই সেরা
স্পন্দিত হয় নারীর টান ।
মায়ের চরণ স্মরণ করে ,
শুরু করো দিন ,অভিযান ।