মায়ের কোলে এসে ছিল
তেসরা জুলাই মাসে
দেখতে দেখতে বছর গেল
খোকা এখন হাসে।
মায়ের কোলে পরম শান্তি
তাকিয়ে থাকে শুধু
কাঁদলে পরে শিশুর মুখে
দেওয়া হয়’গো মধু।
পটি পেলে হিশু করলে
মা’ই বুঝতে পারে
মানিক দেখি ঘুরে বেড়ায়
মায়ের কোলে ঘাড়ে।
মায়ের কোলে এসে ছিল
তেসরা জুলাই মাসে
দেখতে দেখতে বছর গেল
খোকা এখন হাসে।
মায়ের কোলে পরম শান্তি
তাকিয়ে থাকে শুধু
কাঁদলে পরে শিশুর মুখে
দেওয়া হয়’গো মধু।
পটি পেলে হিশু করলে
মা’ই বুঝতে পারে
মানিক দেখি ঘুরে বেড়ায়
মায়ের কোলে ঘাড়ে।