ওরে ও, কচিকাচার দল, আয় বলি শোন ।
আর মাত্র মাস দুয়েক, নিকট শুভক্ষণ ।
আসছে মা, নেইকো দেরি, উৎসাহে দিন গোন ।
অধীর অপেক্ষা এবং প্রতীক্ষার, হইবে অবসান ।
আকাশ – বাতাস সুশোভিত, মনটা আনচান ।
আসবে কবে , অসবে কবে ?
এই আশাতেই রয়েছি সবে ।
থাকি না কেন যতই দূরে ,
ফিরবো ঘরে বিদেশ ঘুরে ,
মায়ের আবেগ হৃদয় জুড়ে ,
এ এক নিরিড় টান ।
বক্ষ মাঝে গাইছে বাউল, ঘরে ফেরার গান ।
সময় যে আর নেই রে হাতে ।
স্বপ্ন দেখি ঘুমিয়ে রাতে ।
মা আসছে, মা আসছে, আর দুটো মাস বাকি ।
প্রস্তুতি সব নিতে হবে, ভুলে গেছিস তা কী !