বেলপাতা তুলসী দূর্বা ধানে দেবতা প্রণাম
জল দানে করি তিথিতে পুর্বপুরুষের নাম
তর্পনে পিতৃপক্ষের মহালয়ায় অবসান
আকাশে বাতাসে ধ্বনিত আগমনীর গান।
শিউলির গন্ধে ঢাকির তালে মন উড়ু উড়ু,
ভুলে হিংসা বিদ্বেষ ভাব,উৎসব হোক শুরু
শিশির ভেজা আলোয় মায়ের আবাহন
চন্ডী পাঠে কৃষ্ণপক্ষে মহামায়ার স্মরণ।
দেবী পক্ষের সূচনায় দূর হোক মলিন
আসুক ফিরে বিশ্বজুড়ে ঘরে ঘরে সুদিন
মাতৃপক্ষে সকলের মন আনন্দে ভরপুর
মর্ত্যধামে এসে জননী বধিবে মহিষাসুর।