এই দুনিয়ার মালিক তুমি
তোমার সৃষ্টি সবাই,
ত্রাসে কাটে দিনযামী
তোমায় ডাকি গো তাই।
বিশ্বজুড়ে আজ হাহাকার
মরছে মানুষ হাজার,
প্রকৃতিকে ধ্বংস করে
মাশুল গুনছে যে তার।
মারণ ব্যাধির ছোবলেতে
কাঁপছে গোটা বিশ্ব,
স্তব্ধ হলো জীবন ধারা
সব হারিয়ে নিঃস্ব।
সুখের সময় আমরা যেগো
তোমায় ভুলে থাকি,
বিপদ এলেই যে তোমার ঠাঁয়
বাঁচার আর্তি রাখি।
রক্ষা করো দয়াল প্রভু
পাইযে মনঃস্তাপ,
থাকবো সবাই মিলেমিশে
এবার করো গো মাপ।